গাজাবাসীর উপরে বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরা জেলা আশাশুনি উপজেলার বুধহাটায় তাওহীদি মুসলিম জনতার উদ্যোগে সর্বস্তরের মানুষদের নিয়ে  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার আসর নামাজের পরে বুধহাটা করিম মার্কেট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাজার ও কুল্যার মোড়  হয়ে করিম মার্কেটে এসে পথ সভায় মিলিত হয়। মোঃ আবু হুরায়রার সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন, জামায়াত নেতা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট শহীদুল ইসলাম (এপিপি) সাতক্ষীরা জজ কোট , মুফতি বেলাল বিন রফিক খতিব বুধহাটা কেন্দ্রীয় জামে মসজিদ, বিএনপি নেতা মোঃ কবির ঢালী সাবেক সভাপতি (বুধহাটা ইউনিয়ন বিএনপি) ,বিএনপি নেতা মনিরুজ্জামান মনি (সাবেক বুধহাটা ছাত্রদল সভাপতি), মোঃ আরিফুল ইসলাম, মো: আসমত উল্লাহ, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ হাবিবুর রহমান, মাওলানা জাকির হোসেন,সঞ্চালনায় জাকির আল হাবিব, সার্বিক সহযোগিতায় মোঃ আনারুল ইসলাম প্রমুখ।