প্রতিবছরের মত এবারও বাংলাদেশ থেকে উপহারের আম পাঠানো হয়েছে ভারতে। বুধবার (৯ জুলায়) দুপুর ২টার দিকে বেনাপোল বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ঢাকা মেট্রো ২০-২৭৯০ নাম্বারের একটি আমের ট্রাক প্রবেশ করে ভারতের পেট্রাপোল বন্দরে। তাতে ৪০০ কেজি উপহারের আম ছিল। বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার আমের ট্রাক ভারতে ঢোকার বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করে জানান, আম বেনাপোল বন্দরে এসে পৌঁছালে দ্রুত কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষ করে ভারতে পাঠানো হয়।
জানা গেছে, বেনাপোল বন্দরের শূন্যরেখা থেকে উপহারের আম বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গ্রহণ করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপহাইকমিশনের ভারপ্রাপ্ত ডেপুটি হাই কমিশনার আশরাফুর রহমান। তিনি পরবর্তীতে নিদিষ্ট গন্তব্যে পৌঁছে দেবেন।
এদিকে আমগুলো কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপহাইকমিশন আমগুলো পরবর্তীতে কোথায় পৌছাবেন তা বেনাপোলে কর্মরত সরকারি দফতরের কেউ নিশ্চিত করতে পারেনি। তবে নির্ভর যোগ্য সূত্র গুলো নিশ্চিত করছে ভারত সরকারকে উপহার হিসাবে আমগুলো পাঠাচ্ছে বাংলাদেশ সরকার।
এদিকে কাগজ পত্রে আমের আমদানিকারক ডেপুটি হাইকমিশন দি পিপল ইন্ডিয়া এবং রফতানি কারক উল্লেখ করা হয়েছে মিনিস্ট্রি অব ফরেন অ্যাপিয়ার ঢাকা।
বেনাপোল বন্দর থেকে উপহারের আম ভারতে পাঠাতে কাস্টমসের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করেন সিঅ্যান্ডএফ এজেন্ট রবি ইন্টারন্যাশনাল।
বেনাপোল বন্দরের বাণিজ্যিক সংশিষ্টরা বলছেন, প্রতিবছর বেনাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে প্রায় ৫০ হাজার মেট্রিক টন বিভিন্ন ধরনের পণ্য আমদানি, রফতানি বাণিজ্য হয়ে থাকে। ০৫ আগস্টের পর দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক টানাপোড়নে বাণিজ্যে বিরূপ প্রভাব পড়েছে। এতে দুই দেশের ব্যবসায়ীরা অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে। বাণিজ্য সহজ ও গতিশীল রাখতে সুসম্পর্ক রাখাটা জরুরি।
তারা আরও বলেন, করোনার সময় বাংলাদেশ সরকার ভারতকে ৪ ট্রাক করোনা প্রতিরোধক ওষুধ উপহার পাঠিয়েছিল। ভারতও ১০৯ টি লাইভ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দিয়েছিল। এবার বাংলাদেশ ভারতকে আম উপহার পাঠাল। এ উপহার দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক্য উন্নয়ন এবং বন্ধুত্ব জোরদার করবে বলে মনে করেন উভয় দেশের প্রতিনিধিরা।
ভারতের পেট্রাপোল বন্দর সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপহাইকমিশন পেট্রাপোল বন্দর থেকে উপহারের আম গ্রহণ করেছেন। পরবর্তীতে তারা নিদিষ্ট গন্তব্যে পৌছে দিবেন জানতে পেরেছি। তিনি আরও জানান, এ শুভেচ্ছা উপহার দুই দেশের সম্পর্ক উন্নয়নে অনেক বড় ভূমিকা রাখবে। গত বছরও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও এক ট্রাক রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আম পাঠিয়েছিলেন বাংলাদেশ সরকার।
এদিকে আম হস্তান্তরের সময় বন্দর কার্গোভেহিকেল টার্মিনালে কাস্টমস,বন্দরসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে এক ঘণ্টার জন্য সব গণমাধ্যমকর্মীদের বন্দরে প্রবেশের ওপর নিষেধ করা হয়েছিল। ফলে ট্রাকের ছবি নেওয়া সম্ভব হয়নি। নিষেধ থাকায় বাণিজ্য সংশিষ্টরা ভারতে আম যাচ্ছে এতটুকু মন্তব্যের বাইরে আর কোন কথা বলতে রাজি হয়নি। তবে বন্দর ও কাস্টমসের রেজিস্টার থেকে কর্তৃপক্ষ তথ্য সরবরাহ করেছেন।