বেনাপোল ল্যান্ডপোর্ট ইমপোর্টাস এন্ড এক্সপোর্টাস এ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ৮টি সাধারণ সদস্য পদ সহ ১৫ সদস্য বিশিষ্ট কমিটির নামের তালিকা অনুমোদন করা হয়। বুধবার বিকালে বেনাপোলস্থ হোটেল সানরুফ ইন্টারন্যাশনালের কনফারেন্স রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বেনাপোল ল্যান্ডপোর্ট ইমপোর্টাস এন্ড এক্সপোর্টাস এ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মেসার্স এম এম এন্টারপ্রাইজের প্রোপাইটার মো. আলী হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মেসার্স রাহাত ট্রেডার্সের প্রোপাইটার জিয়াউর রহমান।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি উজ্জ্বল বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন (লিপু), সাংগঠনিক সম্পাদক এইচ এম আবুল বাশার, অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক বাবুল হোসেন, সাধারণ সদস্য আনিছুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, শাহিনুর রহমান রুবেল, সাইফুল আলম মুকুল, বিল্লাল হোসেন, রবিউল ইসলাম, সোনাই শেখ ও মিলন হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির নবগঠিত সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান।