আজ ২৫ জুন ২০২৫ তারিখ বেলা ১১:৩০ ঘটিকায় দিনাজপুর প্রেসক্লাব সম্মুখে সুকর্না স্পৃতা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে

আজ ২৫ জুন ২০২৫ তারিখ বেলা ১১:৩০ ঘটিকায়  দিনাজপুর প্রেসক্লাব সম্মুখে সুকর্না স্পৃতা হত্যার বিচারের দাবিতে  মানববন্ধন করেছে

উক্ত মানববন্ধনে  আহবায়ক একরামুল হক আবীর বলেন বিচার বিভাগের  দীর্ঘমেয়াদী হওয়ার কারনে এধরনের অপরাধ বারবার সংঘটিত হচ্ছে। ধর্ষণের ছয় দিন হওয়ার পরেও কোন রাজনৈতিক দল এর প্রতিবাদ করেনি। ক্ষমতাসীনদের দাপটে বিচার রায় তরান্বিত করছে। সন্তাসীরা  অন্যায়কারীরা এখনও ঘুমিয়ে যায়নি সদাজাগ্রত আছে। বাংলাদেশে বিচার বিভাগের দূর্বলতার জন্য বারবার এধর্ষনের মত ঘটনা ঘটছে

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন যুগ্নআহবায়ক মো মোস্তাফিজুর রহমানসদস্য সচিব অন্তু খানমুখ্য সংগঠক হযরত আলীযুগ্ন সদস্য সচিব হৃদয় সরকার  অন্যান্য সদস্যগণ