পঞ্চগড়ের বোদা উপজেলায় বোদা শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (১৯ মে) সকালে পৌর সদরের কলেজপাড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্তর করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইন কবির।
বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির। এসময় আরো উপস্থিত ছিলেন বোদা শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক মিয়া, সহকারী শিক্ষকগণ, বোদা উপজেলা জামে মসজিদের ইমাম সোলায়মান আলী, বোদা প্রেস ক্লাবের সভাপতি আমির খসরু লাভলু, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবু প্রমুখ।
বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য উপজেলা নির্বাহী অফিসার তদারকি সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। বোদা শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় উপজেলার শিক্ষা থেকে ঝড়ে পড়া শিশুদের শিক্ষা দানের জন্য পরিচালনা হয়ে আসছে। ইতিমধ্যে ব্যাপক হারে শিশু শিক্ষার্থী এই বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহন করছে।