দক্ষিণ বঙ্গের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে আগামী ১৩ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী তারুণ্যের উৎসব - ২০২৫। প্রাণবন্ত আয়োজন ও সৃজনশীল কার্যক্রমে মুখরিত এই উৎসব চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। কলেজের মূল ভবনের মাঠে পটানা তিন দিন জমজমাট আয়োজনে অংশ নেবে শিক্ষার্থীরা।২২টি বিভাগের বর্ণাঢ্য উপস্থাপন
উৎসবে অংশ নিচ্ছে ব্রজমোহন (বিএম) কলেজের ২২টি বিভাগ। প্রতিটি বিভাগ তাদের নিজস্ব স্টলের মাধ্যমে প্রদর্শন করবে সৃজনশীল কার্যক্রম ও কাজের ধরন। পাশাপাশি থাকবে শিক্ষার্থীদের জন্য সাংস্কৃতিক পরিবেশনা, সেমিনার, কুইজ প্রতিযোগিতাসহ নানান আকর্ষণীয় আয়োজন। বিশেষ আকর্ষণের আমেজ, এই উৎসবে বিশেষ স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে Bangladesh Premier League (BPL)। তাদের সহযোগিতায় উৎসব পাবে ভিন্নমাত্রার আনন্দ ও উদ্দীপনা। তিন দিনের এই মহোৎসব শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হবে। সৃজনশীলতা, বন্ধুত্ব এবং উদ্দীপনা নিয়ে সাজানো এই আয়োজন তরুণ প্রজন্মের জন্য মাইলফলক হয়ে থাকবে।সকল শিক্ষার্থী ও আগ্রহীদের উৎসবে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। ব্রজমোহন কলেজে তারুণ্যের উচ্ছ্বাস ছড়িয়ে দিতে প্রস্তুত সবাই।