এরই প্রেক্ষিতে ব্লাড ফর চিটাগং পেকুয়া উপজেলা ইউনিট আয়োজন করেছে বৃক্ষরোপণ কর্মসূচি ও আগস্ট মাসের সাধারণ সভা।সাধারণ সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পেকুয়া চৌমুহনীস্থ সেন্ট্রাল পাবলিক স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন পেকুয়া সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক মুজিবুল হক চৌধুরী, ব্লাড ফর চিটাগং এর কেন্দ্রীয় কমিটির মুহিবুল হাসান রাফি, মো আসিফ খান, মো আব্দুল্লাহ আল ফয়সাল,মাইমুনা আক্তার সুমাইয়া,তয়রাল জন্নাত মিম,ফাহিম চৌধুরী,মো সাইমন,শাহিন মো জাবেদ, লিমন গনি,জিয়াবুল করিম, আখি জান্নাত।সাধারণ সভায় সকল সদস্যদের থেকে মুক্ত মতামত নেওয়া হয়।
অধ্যাপক মুজিবুল হক চৌধুরী বলেন,❝ত্যাগই প্রকৃত সুখ।একসাথে থাকতে হলে সকলের মতামতকে প্রাধান্য দিতে হবে।স্বার্থ হাসিলের লক্ষ্যে ভলান্টিয়ার সংগঠন করলে এতে কোনো উপকার হবে না❞।
সর্বশেষ সমাপনী বক্তব্যে মুহিবুল হাসান রাফি বলেন,❝সংঘবদ্ধের বিকল্প কিছু নেই।পুরো টিম কে জিতানোর জন্য নিজ থেকে ওঠে আসতে হবে।নিজের দক্ষতা অর্জনের জন্য প্রত্যেকটা দিকনির্দেশনা মেনে চলা প্রয়োজন।স্বইচ্ছায় ব্যতীত স্বেচ্ছাসেবী কাজ করা সম্ভব নই।নিজের অর্জনের জন্য নিজেকে খোঁজতে হবে,খোঁজে নিতে হবে,চেষ্টা করে যেতে হবে বারবার।❞
সাধারণ সভা শেষে পেকুয়া সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ এর মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।পরিশেষে,সকলের মজবুত বন্ধন আশা ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।