ফরিদপুর ভাঙ্গা উপজেলায় বাংলাদেশ খেলাফত মজলিসের ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে, উপজেলার চান্দ্রা ইউনিয়নের পুলিয়ায় শিশু বনি আমিনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে ঈদ পুনর্মিলনী ও মত বিনিময় সভা শুরু হয়, মত বিনিময় সভায় মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -মাওলানা জালালুউদ্দিন আহমদ 'মহাসচিব বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -মাওলানা আমজাদ হোসাইন' সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর, মাওলানা মিজানুর রহমান মোল্লা -সহ-সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর এবং ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন -মাওলানা সুবহান মাহমুদ, মুফতি মাহমুদ হাসান ফায়েক,মুফতি আবু নাসির, মুফতি জাকির হোসাইন, মুফতি জাকারিয়া সহ বিভিন্ন নেতৃবৃন্দ, উক্ত সভায় মাওলানা মামুনুল হক এর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এবং ইসলামী শাসনতন্ত্রের মাধ্যমে দেশ পরিচালনার গুরুত্ব, খেলাফত মজলিসের বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের আহ্বান জানান।