ফরিদপুরের ভাঙ্গায় জমির সেখ (৪০) নামের এক গরিব অসহায় পরিবারের বসতঘর সহ গবাদি পশু, নগদ কিছু টাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। মশার কয়েল থেকে আগুনের সুত্রপাত ঘটে।
শুক্রবার দিবাগত রাতে সাড়ে ১২ টার দিকে ভাঙ্গা উপজেলার ঘারুয়া গ্রামের মৃত শেখ সাহেব আলীর ছেলে জমির শেখ এর
বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আগুন আগুন বলে চিৎকারের শব্দ শুনে আমরা সবাই দৌড়ে জমিরের বাড়িতে যাই। গ্রামবাসী সবাই মিলে আগুন নিভানোর চেষ্টা করি। কিন্তু গরিব অসহায় পরিবারের কিছুই রক্ষা করতে পারি নাই। তার আগেই আগুনের বসতবাড়ি ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্থ জমির শেখ জানান, আমি দিনমজুর খেটে খাই, আমার স্ত্রী পরের বাড়িতে কাজ করে। আমি খুবই গরীব মানুষ। ঘরের মধ্যে থাকা দুইটি ছাগল ও নগদ ৫০০০ হাজার টাকা, ৩টি নাকফুল এবং কিছু চাল এই সব গুলো পুড়ে ছাই হয়ে গেছে। রান্না করে খাওয়ার মত কোন কিছু নাই। আমি এখন পুরোপুরি নিঃস্ব। আমার ছেলে মেয়ে স্ত্রীকে নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করতে হবে। ঘর তুলার কোন টাকা পয়সা নাই। আমার এখন কি হবে ? স্বামী স্ত্রী ২জন কেঁদে কেঁদে অজ্ঞান হয়ে পড়ছেন।