আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফরিদপুর -৪ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকের মনোনীত রিক্সা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোঃ মিজানুর রহমান মোল্লা শতাধিক গাড়ি বহর নিয়ে গণসংযোগ করেছেন।

সোমবার (২১ জুলাই) সকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পার্টি অফিসের সামনে থেকে শোভাযাত্রা শুরু করে উপজেলার বিভিন্ন অঞ্চল গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ করেন।

শোভাযাত্রায় প্রায় সহস্রাধিক   মোটরসাইকেল, ও শতাধিক পিকআপ  মাইক্রোবাস অংশ নেয়। শোভাযাত্রা নিরাপদ রাখতে রাখা হয়েছিল চিকিৎসক। পাশাপাশি যান্ত্রিক ত্রুটি মোকাবিলায় ছিল মোটর মেকানিক।

মোটর শোভাযাত্রায় অংশ নেন ফরিদপুর জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির উদ্দিন আইয়ুবী, ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালী উল্লাহ, সদরপুর উপজেলা শাখার সভাপতি মুফতি জাকির হুসাইন, সাধারণ সম্পাদক মুফতি সাদেকুর রহমান সিদ্দিকী, চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি মুফতি যাকারিয়া, সাধারণ সম্পাদক মুফতি সালাউদ্দীনসহ অসংখ্য নেতা-কর্মীরা।গণসংযোগ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

গণসংযোগ শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, ভাঙ্গা সদরপুর চর ভদ্রাসন উপজেলায়  মাদক, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত এলাকা গড়ে সোনার বাংলাদেশ বিনির্মাণে ইসলামী শাসন ব্যবস্থার কোন বিকল্প নেই। বাংলাদেশ খেলাফত মজলিস সে লক্ষ্যেই পুরোদমে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ফরিদপুর-৪ আসনে দলের পক্ষ থেকে আমাকে মনোনীত করেছেন আমাদের নেতা আল্লামা মামুনুল হক। আমাদের প্রতিক রিক্সা। আজ আমরা দলের পক্ষ থেকে সদরপুর ও চরভদ্রাসন উপজেলার বিভিন্ন অঞ্চলে গণসংযোগ করেছি। এলাকার নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রেখেছি। নতুন দল হিসেবে ইতিমধ্যেই জনগণের যথেষ্ট সাড়া পাচ্ছি। আমি আপনাদের সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করছি। 

গণসংযোগ চলাকালীন সময়ে কথা হয় ভাঙ্গা উপজেলা অন্যতম ইসলামিক চিন্তাবিদ ও খিলাফত মজলিসের ভাঙ্গা উপজেলা শাখার উপদেষ্টা পরিষদের সদস্য   ও মাওলানা  মিজানুর রহমানের রাজনৈতিক উপদেষ্টা  আলহাজ্ব  মাওলানা  
সেলিম বলেন দীর্ঘদিন পরে হলেও ভাঙ্গা, সদরপুর চরভদ্রাসন উপজেলা বাসী একজন সৎ যোগ্য নেতা  পেয়েছেন যিনি মানুষের দুঃখ দুর্দশা সব সময় নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তিনি তাহার নৈতিক আদর্শে দিক দিয়ে দলমত নির্বিশেষে সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠছেন।আশা করি আগামী নির্বাচনে তিনি সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়ে তিন থানার জনপদের মানুষের দুঃখ দুর্দশা লাঘব করতে চেষ্টা করবেন।