ফেনীর ছাগলনাইয়ার শুভপুর ইউনিয়ন শ্রমিক কল্যান ফেডারেশন'র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় তাহসান বধুবর কমিউনিটি সেন্টারে ১৫ রমজান, ১৬ মার্চ রবিবার বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন শুভপুর ইউনিয়নের সভাপতি মাওলানা জিয়া উদ্দিন চৌধুরী সভাপতিত্বে ও ব্যবসায়ী মো: হেলাল উদ্দিন এর সঞ্চালনায়
এতে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক আমীর ফেনী জেলা, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, বাংলাদেশ জামায়াতে এ কে এম সামছুদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
সেক্রেটারী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ফেনী জেলা অধ্যাপক আব্দুল মতিন ভূঁইয়া,
সভাপতি বাংলাদেশ মসজিদ মিশন, ফেনী জেলা মাওলানা আবুল হোসেন ফারুকী, জামায়াতের ফেনী জেলা শিল্প ও কৃষি বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারী জামায়াতে ইসলামী ছাগলনাইয়া উপজেলা মাওলানা মুফতি জসিম উদ্দিন, সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ছাগলনাইয়া উপজেলা মাষ্টার মোতাহের হোসেন লিটন, সেক্রেটারী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মো: মহিউদ্দিন সেলিম।
এ সময় উপস্থিত ছিলেন ছাগলনাইয়া পৌর জামায়াতের সাবেক আমীর নাজমুল আহসান, ছাগলনাইয়া উপজেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা আবু মোহাম্মদ মোর্শেদ, আনোয়ারুল হক মাসুদ, শুভপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা করিমুল হক নুরী ,সেক্রেটারি মাওলানা মোঃ ইব্রাহিম সাবেক নৌ -বাহিনী কর্মকর্তা মোঃ আবুল কালাম পাটোয়ারী, সাবেক ইউপি সদস্য মকসুদ মুন্না ও মো. হানিফ প্রমুখ।