ভরা ভাদ্রে বৃষ্টিহীন প্রকৃতি!!  তীব্রো রোদের ঝলকানি সাথে বিদ্যুৎ বিভ্রাট সীমাহীন গরমে নাজেহাল গাজীপুরবাসী, গাজীপুর এমনিতে শিল্পাঞ্চল আগের মত প্রকৃতির ছোঁয়া  নাই  কলকারখানার তীব্র রেডিয়েশন!! প্রকৃতি উজাড় করে গড়ে উঠেছে কলকারখানা তাই আগের মত মুক্ত বাতাস নাই মধ্য ভাদ্রের  এই সন্ধিক্ষণে বৃষ্টির তেমন একটা দেখা নাই মাঝে মাঝে অবশ্য মেঘ বৃষ্টির লুকোচুরি খেলা চলে কিন্তু সেটা গরমের তুলনায় খুবই কম সাথে আছে বিদ্যুৎ বিভ্রাট বিদ্যুৎ একবার গেলে আর আসার খবর নাই বাসা বাড়িতে টিকা খুবই মুশকিল শ্রমিকরা কাজ শেষে বাসায় এসে একটু বিশ্রাম নিবে তীব্র গরমে সেটা হয়ে ওঠেনা ইস্কুল কলেজের ছেলেমেয়েরা গরমের তাপদাহে পড়াশোনায় করতে চায় না """ রাস্তা দিয়ে চলাচল করাটাই এখন দুর্বিষহ ব্যাপার কিন্তু কাজের কারণে চলাফেরা তো করতেই হবে সাধারণ নিম্নবিত্তরা গরমের রসাতলে চরণ বিপাকেসবাই চেয়ে আছে আকাশ পানে এক পশলা বৃষ্টির জন্য বৃষ্টি হলে হয়তো গরমের তীব্রতা কিছুটা কমে যাবে