ভারতের উত্তর প্রদেশের কানপুরের একটি গ্রামে জরিপ করতে যাওয়া গুগল ম্যাপসের একটি দলের সদস্যদের চোর ভেবে স্থানীয়রা মারধর করেছে বলে জানা গেছে।


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গেল বৃহস্পতিবার রাতে টেক মাহিন্দ্রা থেকে আউটসোর্স করা গুগল ম্যাপস টিম যখন তাদের ক্যামেরা এবং একটি মেশিন-মাউন্টেড গাড়ি ব্যবহার করে বিরহার গ্রামের রাস্তার ম্যাপিং করছিল, তখন এই ঘটনা ঘটে।

জানা যায়, গুগল ম্যাপে সঠিক মানচিত্র নিশ্চিত করার জন্য কর্মীরা রাস্তার ছবি তুলছিলেন। ওই সময়, গ্রামবাসীরা তাদের ক্যামেরা লাগানো গাড়িটি দেখে সন্দেহ করে যে তারা ক্যামেরা লাগিয়ে চুরির তথ্য সংগ্রহ করছে।

এর কয়েক মিনিট পরই, গ্রামবাসীদের একটি দল গুগল ম্যাপস টিমকে ঘিরে ফেলে, তাদের গাড়ি আটকে দেয় এবং তাদের জিজ্ঞাসাবাদ করে। তবে পরিস্থিতি মারামারিতে রূপ নেয় এবং পুলিশ হস্তক্ষেপ করার আগে গ্রামবাসীরা গুগল ম্যাপসের সদস্যদের মারধর শুরু করে। 

পরে গ্রামবাসী এবং গুগলের জরিপ দল উভয়কেই জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় থানায় নিয়ে যায় পুলিশ। সেখানে গুগল ম্যাপস টিম স্থানীয়দের বুঝিয়ে বলে যে তারা চোর নয় এবং গ্রামের ম্যাপিং করছে। এরপরই শান্ত হয় গ্রামবাসী।

 গুগল ম্যাপের একজন কর্মী বলেন, ‘আমি এবং আমার দল ম্যাপিংয়ের জন্য ওই গ্রামে গিয়েছিলাম, তখন স্থানীয়রা ভুল বোঝাবুঝির কারণে আমাদের মারধর করে। আমরা জরিপের জন্য ডিজিপির কাছ থেকে অনুমতিও নিয়েছিলাম।’

 স্থানীয়দের মতে, সম্প্রতি ওই এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটেছে, যার কারণে তারা সতর্কতা বাড়িয়েছে।

এ ঘটনায় গুগল ম্যাপস টিম গ্রামবাসীদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করেনি বলে জানিয়েছে এনডিটিভি।