কুড়িগ্রামের ভুূরুঙ্গামারীতে চর ভুরুঙ্গামারী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৬ এপ্রিল ) বিকেলে জামতলা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আরিফ উপজেলার চর ভুরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের মাহাতাবউদ্দিনের পুত্র।
পুলিশ জানায়, ০৪ আগস্ট ছাত্র জনতার উপর হামলার ঘটনায় রুজু মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামি কে জিজ্ঞাসাবাদ শেষে আজ রবিবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।