মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি কার্যক্রম মাকসুদা আজিজ বৃত্তি পরীক্ষা ২০২৫ এর বৃত্তি প্রদান অনুষ্ঠান ও সাইকেল র্যালী আজ সকাল ৮ ঘটিকায় সময়নিষ্ঠার বার্তা নিয়ে মাকসুদা আজিজ লাইব্রেরী হতে নিয়ে বের হয় মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির স্বেচ্ছাসেবকগন। র্যালীটি বাসস্ট্যান্ড হয়ে উপজেলা হলরুমে গিয়ে শেষ হয়। এরপর সকাল ৯ ঘটিকায় উপজেলা হলরুমে মাকসুদা আজিজ বৃত্তি পরীক্ষা ২০২৫ এর উত্তীর্ণ ৩৩ জন ও বিশেষ বিবেচনায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া ২ জনকে পূর্বঘোষিত নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির কোর মেম্বার সোহেল রানার সঞ্চালনায় ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির সভাপতি ফখরুজ্জামান জেট এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কোর মেম্বার ও মাকসুদা আজিজ বৃত্তি পরীক্ষা ২০২৫ এর আহবায়ক মতিয়ার রহমান মুরাদ, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মির্জা নাসির উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস, ভূরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার স্বপন, সাবেক সহযোগী অধ্যাপক কাজী গোলাম মোস্তফা, সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ বাবুল আকতার, নাগেশ্বরী সরকারি কলেজের সহকারী অধ্যাপক আজহারুল ইসলাম আল আমিন, CADA রংপুরের সভাপতি লিয়াকত আলী সরকার, মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির স্বপ্নদ্রষ্টা রোটারিয়ান অধ্যাপক ডাঃ মোঃ মেফতাউল ইসলাম মিলন, মোটিভেট ভূরুঙ্গামারীর সাংগঠনিক সম্পাদক মিমতাউল ইসলাম মাহিন
অনুষ্ঠানে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি কার্যক্রম সম্পর্কে আগতদের অবগত করেন স্বেচ্ছাসেবক খোরশেদ আলম লিমন। এসময় অতিথিরা অনুষ্ঠানে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের সময়নিষ্ঠার গুরুত্ব নিয়ে আলোকপাত করেন।