কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জমি নিয়ে বিরোধের জেরে আগাছা নাশক বিষ ছিটিয়ে ৪ বিঘা জমির ধান নষ্টের অভিযোগ করেছেন ভুক্তভোগী এক কৃষক।

ঘটনাটি ঘটেছে গত ১৯ এপ্রিল কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পশ্চিম ভোটহাট গ্রামে। ক্ষতিগ্রস্ত কৃষক শরবত আলীর দাবি জমিজমার স্বত্ব নিয়ে প্রতিবেশী জোয়াদুল আলমের সাথে বিরোধের জেরেই ঘটেছে এমন ঘটনা। 

স্থানীয়রা জনান, কিছু দিন পরেই পাকা ধান ঘরে তোলার স্বপ্ন দেখছেন তারা। অথচ জমিজমা নিয়ে দুই পরিবারের দীর্ঘ দিনের বিরোধের জেরে রাতের আধারে এতগুলো ফসল নষ্ট করে দিয়েছে। আমরা প্রকৃত অপরাধীর বিচারের দাবি জানাই।

শরবত আলী বলেন, ফসল উৎপাদনে ৪ বিঘা জমিতে অনেক টাকা খরচ করেছি। নিজে শ্রম দিয়েছি। ১৫-২০ দিনের মধ্যে ধান কাটা শুরু হবে। ফলনও ভালো হয়েছিলো। প্রতিপক্ষ জোয়াদুল আলম ও তার ছেলে মোন্নাফ হোসেন আমার সব শেষ করে দিয়েছে । 

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মোন্নাফ হোসেন বলেন, ধানি জমিগুলোর প্রকৃত মালিক তার বাবা জোয়াদুল আলম। শরবত আলী ও তার লোকজন জোর করে জমি দখলে করে ধান চাষ করেছে। এ বিষয়ে আদালতে   মামলা চলমান রযেছে। তার দাবি, শরবত আলী নিজেই জমিতে বিষ দিয়ে তাদেরকে ফাঁসানের চেষ্টা করছে।


স্বরজমিনে গিয়ে দেখা যায়, আগাছা নাশক ছিটিয়ে কৃষকের ৪ বিঘা জমির ধান খেত নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। শীষ থেকে বের হওয়া সবুজ ধান ও পাতা পুড়ে হলদে হয়ে গেছে। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন ঐ কৃষক। বিষয়টি নিয়ে এলাকায় অন্যান্য কৃষকদের মাঝেও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে সুষ্ঠু তদন্ত চেয়ে, ২০ এপ্রিল, রোববার  থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কৃষক শরবত আলী। 

ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ জানান, তিনি অভিযোগ পেয়েছেন, তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।