মঙ্গলবার দিনব্যাপী এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় চন্দ প্রসাদ কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ে। ভোলা শহর শাখার আওতাধীন সদর দক্ষিণ থানা শাখা এ কার্যক্রমের আয়োজন করে। এতে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও স্থানীয় তরুণরা অংশ নিয়ে নিজেদের রক্তের গ্রুপ নির্ণয় করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল-আমিন। বিশেষ অতিথি ছিলেন শহর শাখার দাওয়াহ ও সমাজসেবা সম্পাদক মাহফুজ বিল্লাহ শাহী। এছাড়া স্থানীয় শাখার সভাপতি, সেক্রেটারি ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন— “রক্তদান একটি মানবিক ও সেবামূলক কাজ। একজন মানুষের রক্ত অন্য আরেকজনের জীবন বাঁচাতে পারে। তাই নিয়মিত রক্তদানের মানসিকতা তৈরি করা আমাদের সবার দায়িত্ব।”
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপকৃত হয়েছেন। ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের সেবামূলক কার্যক্রম আয়োজন করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।