কালিবাড়ি মন্দিরের সভাপতি বিকাশ মজুমদার মনিং পোষ্টকে জানান, প্রথমবারের মত ভোলায় গনেশ পূজার আয়োজন করে একদল ধর্মাণুরাগী ছাত্ররা। ওরা যেভাবে সবকিছু পরিশেষ করেছে, আমি ব্যক্তিগতভাবে অভিভূত। আমি তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।

ভোলায় প্রথমবারের মত গনেশ পূজার আয়োজন করেন ১২/১৪ ব্যাচের শিক্ষার্থীরা। পূজাটি ভোলা পৌরসভাস্থ ৩নং ওয়ার্ডের কালিবাড়ি সড়কের বড় কালিবাড়িতে অনুষ্ঠিত হয়। গতকাল সন্ধ্যায় অধিবাসের মাধ্যমে পূজার কার্যাবলি শুরু হয়।

কালিবাড়ি মন্দিরের সভাপতি বিকাশ মজুমদার মনিং পোষ্টকে জানান, প্রথমবারের মত ভোলায় গনেশ পূজার আয়োজন করে একদল ধর্মাণুরাগী ছাত্ররা। ওরা যেভাবে সবকিছু পরিশেষ করেছে, আমি ব্যক্তিগতভাবে অভিভূত। আমি তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।

আজ দুপুর ২টায় মন্ত্রপাঠ এবং অঞ্জলী দানের মাধ্যমে পূজা শুরু হয়। পূজায় পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করেন জয় পাল চক্রবর্তী এবং তার সহযোগী হিসেবে ছিলেন পিংকু চক্রবর্তী। পরবর্তীতে প্রসাদ বিতরণের মাধ্যমে পূজার সমাপ্তি হয়।