পিরোজপুরের  মঠবাড়িয়া উপজেলায় ১১ টন (১১ হাজার কেজি) নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে র‌্যাব-৮, এবং ০৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে অভিযুক্ত ব্যক্তিদের নিকট থেকে। 
মঙ্গলবার (০৭জানুয়ারি) রাতে প্রেস ব্রিফিং  করে এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল র‌্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক মেজর সোহেল রানা। 
অভিযুক্ত ব্যক্তি দ্বয় মো: মহসিন মিয়া (৪৫) উপজেলা সদরের মোঃ আমজাদ হোসেনের ছেলে ও মেহেদী হাসান (২৫) উপজেলার বহেড়াতলা গ্রামের আলমগীর হোসেনের ছেলে। এদের নিকট থেকে ০১ লক্ষ ৫০ হাজার টাকা করে মোট ০৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আটকৃত ব্যক্তিদের হেফাজতে থাকা ০৩টি গোডাউন থেকে মজুদকৃত এসব পলিথিন  উদ্ধার করা হয়েছে। 
জানা যায়, র‌্যাব-৮ গোপন সংবাদের ভিওিতে মঠবাড়িয়ার বহেড়াতলা এলাকার সিপিএসসি, পরিবেশ অধিদপ্তর, উপজেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করে এসব অবৈধ মজুদকৃত পলিথিন ও এর সাথে জড়িত ০২জনকে আটক করে জরিমানা আদায় করা হয়েছে। 

এ বিষয়ে র‌্যাব-৮ কোম্পানির অধিনায়ক মেজর সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে মঠবাড়িয়ায় নিষিদ্ধ পলিথিন মজুদের  অভিযোগে ০২জনকে আটক করে ০৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। দন্ডপ্রাপ্ত  ব্যক্তিদের পরিবেশ  সংরক্ষণ আইনে মামলা দিয়ে অর্থ দন্ড  আদায় ও পুনরায় এ ধরনের কর্মকান্ড না করার জন্য নির্দেশ প্রদান করে ছেড়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।