রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পাঠক ফোরামের ৩৩ তম কার্যনিবাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাদেকুল ইসলামকে সভাপতি এবং সমাজকর্ম বিভাগের তৃতীয়বর্ষের শিক্ষার্থী মো. শামিম আলমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) বিকেলে ৪টায় পাঠক ফোরামের উপদেষ্টামন্ডলীর সদস্য ও প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এনামুল হক ২১ সদস্যবিশিষ্ট এ কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেন।কমিটির অন্যান্যরা হয়েছেন, সহ-সভাপতি-১ ইসলামিক স্টাডিজ বিভাগের মো. তাজুল ইসলাম, সহ-সভাপতি-২ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের পারশা জাহা শাতুল। এছাড়াও কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের মোছা. হাবিবা আক্তার রিয়া। সাংগঠনিক সম্পাদক মো. সাব্বির হোসেন (উর্দু বিভাগ), সহ-সাংগঠনিক সম্পাদক সাদিয়া আক্তার (সমাজকর্ম বিভাগ), কোষাধ্যক্ষ মো. আবির আহমেদ আসিফ (এগ্রোনোমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগ), প্রচার বিষয়ক সম্পাদক সৌরভ শীল সন্দীপ, সহ-প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম (আরবি বিভাগ), সাহিত্য ও সাধারণজ্ঞানবিষয়ক সম্পাদক আয়শা সিদ্দিকা জাহান (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ), সহ-সাহিত্য ও সাধারণজ্ঞানবিষয়ক সম্পাদক জুয়েল ইসলাম (বাংলা বিভাগ), করিগরিবিষয়ক সম্পাদক সজল আহমেদ (আইবিএ), সহ-কারিগরি বিষয়ক সম্পাদক মো. শাওন সরকার (ফাইন্যান্স বিভাগ), প্রকাশনা সম্পাদক ফজলে রাব্বী পরশ (আরবি বিভাগ), সহ-প্রকাশনা সম্পাদক মেহের নিগার সুলতানা, দপ্তর সম্পাদক মমিনুল ইসলাম ( ইতিহাস বিভাগ), সহ-দপ্তর সম্পাদক শিহাব হাসান ( মনোবিজ্ঞান বিজ্ঞান বিভাগ), পাঠকক্ষ সম্পাদক- জেনিফা পারভিন ইতি (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ) কার্যকরী সদস্য-১ খাতিজা আক্তার (উর্দু বিভাগ) এবং কার্যকরী সদস্য-২ লাবিবা সিদ্দিক রিনতি (সমাজবিজ্ঞান)। প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরাম একটি ক্যারিয়ার গঠনমূলক ছাত্র সংগঠন। ১৯৮৯ সালের ৪ই এপ্রিল আরিফ হাসনাতের হাত দিয়ে প্রতিষ্ঠিত হয়ে ৩৬ বৎসর পূর্ণ করতে যাচ্ছে।