চন্দনাইশে জমির টপসয়েল এবং পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার ভোর ৬ টায় উপজেলা প্রশাসনের উদ্যেগে এ অভিযান পরিচালিত হয়।

চন্দনাইশে জমির টপসয়েল এবং পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার ভোর ৬ টায় উপজেলা প্রশাসনের উদ্যেগে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা রাজিব হোসেন এর নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা অংশগ্রহন করেন। ভোর ৬টায় পরিচালিত অভিযানে প্রথমে উপজেলা হাশিমপুর ইউনিয়নে পূর্ব হাশিমপুর ও পরে কাঞ্চনাবাদ ইউনিয়নে পূর্ব কাঞ্চনাবাদ পাহাড়ি এলাকায় এই অভিযান চলে। অভিযান চলাকালে কাঞ্চনাবাদ ইউনিয়নের পূর্ব কাঞ্চনাবাদ পাহাড়ি এলাকা থেকে একটি মাটি কাটার যন্ত্র স্কেভেটর জব্দ করেন। এ সময় কাউকে না পেলেও সকাল ১০ টা পর্যন্ত একাধারে চিহিৃত জায়গায় অভিযান অব্যাহত ছিল। উপজেলার মাটি খেকোর দল প্রতিনিয়ত অপ্রতিরোদ্ধভাবে দিনের পরিবর্তে রাতে বেপরোয়া জমির টপসয়েল এবং পাহাড় কেটে মাটি ইট ভাটায় পাচার করছে। মাটি কাটার গোপঁন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের উদ্যেগে এই অভিযান চলে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।