পটুযাখালীর বাউফলে বয়স্কভাতার জন্য টাকা আদায়ের অভিযোগ উঠেছে ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার বিশ্বাসের বিরুদ্ধে।

পটুযাখালীর বাউফলে বয়স্কভাতার জন্য টাকা আদায়ের অভিযোগ উঠেছে ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার বিশ্বাসের বিরুদ্ধে। ৬ জানুয়ারী সোমবার সন্ধ্যার দিকে ফোন করে বিএপির ওই নেতা স্থানীয় সেলিম মৃধার(৭২) কাছে বয়স্ক ভাতায় নাম অর্ন্তভুক্ত করতে ওই টাকা দাবি করেন। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ইউনিয়ন বিএনপি। সেলিম মৃধার ছেলে লাভু মৃধা জানান, ৬জানুয়ারী সন্ধ্যার দিকে ফোন করে কাছিপাড়া ইউনয়ন বিএনপির ৯নং ওয়ার্ড সভাপতি আনোয়ার বিশ্বাস  তার বাবা সেলিম মৃধান নাম বয়স্ক ভাতায় অর্ন্তভুক্ত করতে ২হাজার টাকা দাবি করেন। সরকারী ভাবে কোন ধরনের টাকা নেয়ার বিধান না থাকলেও দলীয় প্রভাব খাটিয়ে বে-অইনিভাবে ওই টাকা দাবি করা হয়। সেটাকা দিতে অপরগতা প্রকাশ করায় তালিকায় নাম অর্ন্তভৃক্ত হয়নি বলেও অভিযোগ করেন তিনি। অভিযুক্ত আনোয়ার বলেন, এসবই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। কোন ধরণের প্রমান না থাকলে আমাকে মিথ্যে অভিযোগ দিয়ে ফাঁসাবেন না। এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জি. মো. মাসুম আলী স্বপন জানান, আমরা অভিযোগ পেয়েছি।  আজকের মধ্যে তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হবে। জবাব যথাযথভাবে না দিতে পারলে পরবর্তী সাংগঠনিক ব্যাবস্থা গ্রহণ করা হবে।