একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা থেকে খালাস পাওয়ায় মতলব দক্ষিণে বিএনপি আনন্দ মিছিল করেছে। মঙ্গলবার ( ৩ ডিসেম্বর) বিকাল তিনটায় মতলব বাজারের স্থানীয় রিক্সা স্ট্যান্ড থেকে আনন্দ মিছিলটি বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ম্যাক্সি স্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত পথ সবার মাধ্যমে সমাপ্ত হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ডঃ মোঃ জালাল উদ্দিনের পক্ষ থেকে মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ আনন্দ মিছিলটি বের করা হয়।পথসভায় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার,মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকন, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন ( ভিপি জাকির), মতলব পৌর যুবদলের আহবায়ক মজিবুর রহমান সরকার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল হক জহির, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন বিপ্লব। অনুষ্ঠানটি পরিচালনা করেন মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরন।এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদলের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। পথসভা শেষে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।উল্লেখ্য, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে বিচারিক আদালতের বিচার অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট।বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে এই রায় দেওয়া হয়।ফলে এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ দণ্ডিত সব আসামি খালাস পেলেন। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত রোববার এই রায় দেন।