মঙ্গলবার (১৬ জুলাই) রাত ১১টা ১০ মিনিটে মতিঝিল থানাধীন বলাকা চত্বর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১. আব্দুল মান্নান (৩৫),
২. রিয়াদ হোসেন (৩৭),
৩. আব্দুল জলিল (৪০),
৪. মো. মতিউর রহমান ওরফে মতিন খাঁন ওরফে মতিন চোরা (৩৭),
৫. পরেশ অধিকারী (৩৫)।
অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত দুটি কালো রঙের র্যাব লেখা কটি, একটি ওয়াকিটকি ও একটি হ্যান্ডকাফ।
ডিবি-ওয়ারী বিভাগের কর্মকর্তারা জানান, একটি সংঘবদ্ধ ডাকাত দল দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় সক্রিয়ভাবে ডাকাতি কার্যক্রম চালিয়ে আসছিল। তারা সাধারণত ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা উত্তোলনকারী গ্রাহকদের টার্গেট করে এবং নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে ডাকাতি করে।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বলাকা চত্বরে অবস্থান নেয় ডিবির একটি চৌকস দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পাঁচ ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় আরও ৪-৫ জন ডাকাত সদস্য কৌশলে পালিয়ে যায়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মতিঝিল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।