ভোলার মনপুরায় বাংলাদেশ জামায়াতে ইসলামী'র কর্মি ও সহযোগীর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতে ইসলামী'র উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সোমবার (০৬ জানুয়ারি ) বিকেল ৫ টায় উপজেলার হাজীর হাট বাজারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন, মনপুরা উপজেলা আমির মাওলানা মুহাম্মদ আমিমুল ইসলাম জসিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী'র কেন্দ্রীয় সহকারি সেক্রেটারী জেনারেল এ্যাডভোকেট মুয়াযযম হোসেন হেলাল।
বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বরিশাল অঞ্চল টিম সদস্য এ. কে. এম ফখরুদ্দিন খান রাযী, ভোলা জেলা জামায়াতে ইসলামী'র আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মুহাম্মদ জাকির হোসাইন, জেলা সেক্রেটারী ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য কাজী মাওলানা মোঃ হারুন অর রশিদ, সাবেক জেলা আমির ও বরিশাল অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মোস্তফা কামাল, মনপুরা উপজেলা সাবেক আমির ও জেলা ওলামা বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম।
সম্মলনে বক্তারা বলেন, বিগত সরকারের নানাবিধ জুলুম, অত্যাচার, নির্যাতন ও নিপিড়ন সহ্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামী'র নেতা-কর্মি ও সমর্করা বাংলাদেশে আল্লাহর আইন প্রতিষ্ঠায় নির্ভিকভাবে কাজ করে গেছে। বিগত সরকারের পতনের পর থেকে ন্যায়, নিষ্ঠা, সততা ও সংযমের সাথে জামায়াতে ইসলামী'র নেতা কর্মিরা সুনামের সহিত নিরলসভাবে কাজ করে দেশের মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। আশাকরি আগামি দিনেও আল্লার আইন প্রতিষ্ঠায়, জন সাধারনের জীবনমান উন্নয়ন, তথা সুখি, সমৃদ্ধ, ইনসাফভিত্তিক ও উন্নত বাংলাদেশ গড়তে দেশের মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দাড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে পাশে থাকবে।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারন সম্পাদক মাওলানা নুরুন্নবি শিবলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আলাউদ্দিন, শুরা সদস্য মাওলানা মোঃ সামসুদ্দিন, হাফেজ মাওলানা মোঃ মতিউর রহমান নিজামী, কলাতলী ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন, মনপুরা ইউনিয়ন আমির শাহে ইমরান চৌধুরী, হাজীর হাট ইউনিয়ন আমির হাফেজ জজামাল উদ্দিন প্রমূখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামাতের কর্মি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।