গাজীপুরে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত জাহাঙ্গীর আলম । ঈদের আগের দিন ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে বাড়ি এসেছিলেন পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে।

ঈদুল ফিতর উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। গত মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল থেকেই ময়মনসিংহ মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও পাটগোদাম বাস টার্মিনালে যাত্রীদের ভিড় দেখা গেছে। যাদের বেশিরভাগের গন্তব্য ঢাকা।  পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা থেকে এসেছিলেন কবির হাসান। এখন ফেরার পালা।

তিনি বলেন, ঈদের দুই দিন আগে ঢাকা থেকে খুব কষ্ট করে ময়মনসিংহের তারাকান্দায় গ্রামের বাড়িতে ঈদ করতে এসেছিলাম পরিবারের সবাইকে নিয়ে। ঈদে এসে আত্মীয়-স্বজন, পরিবার সবার সঙ্গে আনন্দ ভাগ করে নিয়েছি। ছুটি শেষ হওয়ায় আবারও কর্মস্থলে ফিরতে হচ্ছে। গাজীপুরে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত জাহাঙ্গীর আলম । ঈদের আগের দিন ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে বাড়ি এসেছিলেন পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে।

এখন ছুটি শেষ। তাই ফিরছেন কর্মস্থলে। মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনালের সুপারভাইজার আলম মিয়া জানান, ঈদ শেষে মানুষ কর্মস্থলে ফিরছে। বেশিরভাগই যাচ্ছে ঢাকা। বাসের যাত্রী চাপ বাড়তে শুরু করেছে। এই যাত্রী চাপ আগামী বৃহস্পতিবার থেকে আরও বাড়তে পারে জানান তিনি।