রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় র‍্যাব-১০ এর একটি সফল অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গতকাল সোমবার (২৯ জুলাই ২০২৫) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—
১। মোঃ সুমন (৩৫), পিতা: মহিউদ্দিন মৃধা, সাং: মাতুয়াইল, থানা: যাত্রাবাড়ী, ডিএমপি, ঢাকা।
২। মোঃ মোবারক হোসেন (৩২), পিতা: মৃত মকবুল হোসেন, সাং: শনিরআখরা, থানা: যাত্রাবাড়ী, ডিএমপি, ঢাকা।
অভিযান চলাকালে মোঃ সুমনের নিকট হতে ২.৩ গ্রাম ওজনের দুই পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৩,০০০ টাকা। অপরদিকে মোঃ মোবারক হোসেনের নিকট থেকে ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৩০,০০০ টাকা।
র‍্যাব-১০ জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবা ও হেরোইন সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তারা পেশাদার মাদক ব্যবসায়ী এবং মাদক বিস্তারে সক্রিয় ভূমিকা পালন করছিল।
পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।