মাদারীপুরের শিবচরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তার মস্তক বিচ্ছিন হয়ে গেছে। বুধবার (১৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের মোল্লার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম (৩৫) মেহেরপুর জেলার সদর উপজেলার ফিরোজপুর এলাকার খোরশেদ আলমের ছেলে। তিনি দুর্ঘটনা কবলিত এলাকায় তিনবছর ধরে ভাড়া থেকে ভাঙ্গারি মালের ব্যবসা করতেন।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, সন্ধ্যায় শিবচরের মোল্লার বাজার এলাকায় ঢাকা-ভাঙ্গা রেল লাইনের উপরে এক যুবকের মস্তকবিহীন মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পাশে মস্তক ও হাতপা বিচ্ছিন্ন অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশের সদস্যরা নিহতের শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করে। পরে মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় রেলওয়ে পুলিশ।
প্রস্তাবিত ফরিদপুরের ভাঙ্গা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খায়রুজ্জামান শিকদার বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঢাকা থেকে ভাঙ্গাগামী ট্রেনে এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’