মাদারীপুরে পানির লাইনের লিকেজ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পৌর কর্মীর মৃত্যু হয়েছে। গত বুধবার দুপুরে শহরের শকুনি লেকের দক্ষিণ পাড়ে এ ঘটনা ঘটে। নিহত ওই কর্মীর নাম শামীম সরদার (৩৫)। তিনি ডাসার উপজেলার পশ্চিম বালিগ্রাম এলাকার সিদ্দিক সরদারের ছেলে। শামীম মাদারীপুর পৌরসভার পানি ব্যবস্থাপনা বিভাগের এক কর্মী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মাদারীপুর পৌরসভায় অস্থায়ী কর্মী হিসেবে পানির লাইন মেরামতের কাজ করতেন শামীম।
প্রতিদিনের মত গত বুধবার সকাল থেকে শকুনি লেকের দক্ষিণ পাড়ে লিকেজ লাইন মেরামতের কাজ করছিলেন তিনি। এ সময় বৈদ্যুতিক সেচ পাম্পের সাহায্যে পানি অপসারণ করতে গিয়ে অসাবধানবশত বৈদ্যুতিক তারের সঙ্গে শামীমেত পা লেগে বিদ্যুতায়িত হয়ে পড়েন। বিষয়টি অন্য কর্মীরা বুঝতে পেরে দ্রুত শামীমকে উদ্ধার করে চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, পানির লাইনের লিকেজ মেরামত করতে গিয়ে এক পৌরসভা কর্মী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। লাশটি সদর হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।