আজ সকালবেলা মাধবপুর বাজারে ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে দশজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে

আজ সকালবেলা মাধবপুর বাজারে ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে দশজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ বিন কাশেম এবং সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হুমায়ূন কবিরের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে মাধবপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর দুইটি টিম মোবাইল কোর্টকে সক্রিয় সহযোগিতা করে।

অভিযানে দেখা যায়, বাজারের বিভিন্ন স্থানে ফুটপাত জবরদখল করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে, যা পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে। জনস্বার্থে পরিচালিত এই মোবাইল কোর্টে তাৎক্ষণিক বিচার করে দশজন ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ বিন কাশেম জানান, "জনস্বার্থে এবং জনগণের চলাচলের সুবিধার্থে এই অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।"

বাজারের সাধারণ মানুষ এই কার্যক্রমকে স্বাগত জানিয়ে জানান, এধরনের অভিযান নিয়মিত হলে বাজার এলাকায় শৃঙ্খলা ফিরে আসবে এবং পথচারীদের চলাচলে আর কোনও বাধা থাকবে না।