মানব সেবায় এগিয়ে আসুন মানবাধিকার রক্ষা করুন। স্থানীয় জনপ্রতিনিধির আন্তরিকতায় SHRE মানবাধিকার সংস্থায় বাদী কতৃক অভিযোগের আলোকে সরজমিনে তদন্ত সাপেক্ষে অভিযোগকৃত সমস্যার দূত সমাধান। নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ৫ নং চর ফকিরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মানবেতর জীবন যাপন করা নুর আহাম্মদের পরিবারের পক্ষ থেকে SHRE মানবাধিকার সংস্থা কেন্দ্রীয় সুরক্ষা শিক্ষা প্রচার ও গণসচেতনতা কর্মসূচী সেলে অভিযোগের আলোকে কোম্পানীগঞ্জ উপজেলার ৫ নং চর ফকিরা ইউনিয়নের সু-যোগ্য চেয়ারম্যান মোঃ জায়দল হক কচি সহ ৬ নং ওয়ার্ডের মেম্বার মিজানুর রহমান কে সাথে নিয়ে সমাজের সেক্রেটারী কামাল উদ্দিন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ মানবাধিকার সংস্থা থেকে আগত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (SHRE) এর চীফ কো-অর্ডিনেটর এর নেতৃত্বে(১)শাহ আলম বাহার হাজারী (২)মুন্সি জামাল উদ্দিন(৩)আশেক এলাহী(৪) অফিস সহকারী ইমন(৫) সাংবাদিক মোঃআতিকুর রহমান রোজেন সহ নুর আহাম্মদের দীর্ঘ ২১ বছর যাবত বাড়ির রাস্তা না থাকায়, একই পরিবারের ১৩ জন সদস্য নিয়ে বহুমাত্রিক নির্যাতনের শিকার হয়ে মানবিক জীবন যাপন করেছেন। নূর আহাম্মদের এই জিম্মি দশা থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে গত ১৫ জুলাই ২৩ ইং তারিখে SHRE মানবাধিকার সংস্থায় এক লিখিত অভিযোগ দাখিল করিলে, অভিযোগের আলোকে সংস্থা কতৃক সরজমিনে তদন্ত সাপেক্ষে বাদীর অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায়, স্থানীয় জনপ্রতিনিধির সমন্বয়ে মানবতাই শক্তি মানবতায় মুক্তি, সমঝোতাই মানবতার সর্বউত্তম লক্ষ্য তাহার আলোকে অভিযোগকারীর অভিযোগকৃত সমস্যার সমাধান করা হলো।