প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব বেলাল হোসেন খান, যুগ্মসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর প্রধান নির্বাহী অ্যাডভোকেট সাইদুর রহমান এবং শফিকুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তর, । সঞ্চালনায় ছিলেন নাইস ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক জনাব এম.মুজিবুর রহমান।

২৬ আগষ্ট ২০২৪ বিকাল ৩টায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর সহযোগিতায় খুলনা নাইস ফাউন্ডেশন এর উদ্যোগে খুলনা জেলা সমাজ কল্যাণ অফিসের হল রুমে নেটওয়ার্ক এর ত্রৈমাসিক অ্যাডভোকেসী/ডায়লগ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক গৌরাঙ্গ নন্দী।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব বেলাল হোসেন খান, যুগ্মসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর প্রধান নির্বাহী অ্যাডভোকেট সাইদুর রহমান এবং শফিকুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তর, । সঞ্চালনায় ছিলেন নাইস ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক জনাব এম.মুজিবুর রহমান।

সভায় বক্তারা বলেন খুলনা জেলায় মানবাধিকার লঙ্ঘনের চিত্র বৃদ্ধি পাচ্ছে। বিশেষভাবে ৫ই আগস্টের পর সংখ্যালঘু সম্প্রদায়ের এবং রাজনৈতিক সহিংসতা বৃদ্ধি পেয়েছে।  মানবাধিকার অক্ষুন্ন রাখার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।  খুলনা জেলার বিগত তিন মাসে ঘটে যাওয়া চিত্র তুলে ধরেন নাইস ফাউন্ডেশন এর রাবেয়া খাতুন, মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা আইনজীবী অজন্তা দাস ,আইনজীবী মমিনউদ্দিন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক  মেহেদী আল মাসুদ সহ আরো অনেকে।