মানিকগঞ্জে এক সাথে তিন কন্যার জন্ম দিলেন গৃহবধু রেখা বেগম (২৭)। বর্তমা‌নে মা ও শিশুরা সুস্থ আছে।গতকাল  রবিবার (২৫ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার এক‌টি প্রাই‌ভেট মেডিকেল সেন্টারে (সিজারিয়ান) অস্ত্রোপাচার এর মাধ্যেমে রেখা বেগম তিন কন্যার জন্মদেন। রেখার স্বামী নীল মিয়া মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের গাড়ি চালক। চার বছর আগে বিয়ে হয় তাদের। চাকরির কারণে সে সদর উপজেলার জয়রা এলাকায় বাসা ভাড়া থাকে।

নীল মিয়ার বাড়ি গাইবান্ধা জেলার পাঁচগাছির শান্তিরাম গ্রামে। নীল মিয়া জানায়, আল্ট্রাসোনাগ্রামের মাধ্যমে আগেই জানতে পেরেছিল এবার তাদের সংসারে একসাথে তিনটি নতুন মুখ আসছে। এক সাথে তিন সন্তান জন্ম দেওয়ায় স্ত্রী ও তার পরিবারের লোক জন সবাই খুশি। মেডিকেল সেন্টার জানা যায়, গত শনিবার (২৪ ডিসেম্বর) রাতে প্রসব বেদনা নিয়ে রেখা বেগম ভর্তী হয়েছিল। পরে আজ রবিবার দুপুরে ডা. লামিয়া নাজনিন হ্যাপি ও ডা. রনজীত সরকারের তত্ববধানে অস্ত্রোপাচারের মাধ্যেমে রেখা বেগম তিন সন্তানের জন্ম দেয়। মা ও তার তিন সন্তান সুস্থ আছে।