নওগাঁর মান্দায় ২০০ পিস ট্যাপেন্ডলসহ জামাই শশুরকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন গণেশপুর ইউনিয়নের মিরপুর এলাকার মৃত আব্দুল কাদের খানের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ি আল মামুন বাবু (৪৬) ও তার জামাই গণেশপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মুক্তার হোসেন (৩০)।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যাবসায়ী বাবুর কাছ থেকে ৬০ পিস ও তার জামাই মুক্তার হোসেনের কাছ থেকে ১৪০পিস ট্যাপেন্ডল ট্যাবলেট উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
ওসি আরো বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আজ মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গত ২০১৯ সালের ২ সেপ্টেম্বর মান্দার কুখ্যাত মাদক ব্যবসায়ি আল মামুন বাবু (৪০) ও তার ভাই নয়নকে (৪২) গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধনসহ প্রতিবাদ সমাবেশ করে স্থানীয়রা। গনেশপুর ইউনিয়নবাসী ও সতিহাট নাগরিক সমাজের ব্যানারে সোমবার বেলা ১০টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সতিহাট বাসস্ট্যান্ড এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়। যা বিভিন্ন জাতীয়,আঞ্চলিক,স্থানীয় পত্রিকা এবং অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হয়।
সে সময় প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন গনেশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হানিফ উদ্দিন মন্ডল, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোশারফ হোসেন, প্রধান শিক্ষক লুৎফর রহমান, সাবেক ইউপি সদস্য বাবুল হোসেন, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ গনেশপুর ইউনিয়ন সভাপতি রাম চন্দ্র মন্ডল, ইউপি সদস্য সাহাদত হোসেন, আলেপ উদ্দিন মৃধা, সেকেন্দার আলী প্রমুখ।
বক্তারা বলেন, আল মামুন বাবু ও তার ভাই নয়ন মীরপুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ি। নওগাঁ-রাজশাহী মহাসড়কের মীরপুর গ্রামের নির্জন এলাকায় একোয়ারভূক্ত সম্পত্তি জবরদখল করে নির্মিত বসতবাড়িতে মাদকের স্বর্গরাজ্য গড়ে তুলেছে বাবু। ২০১৭ সালের ৬ সেপ্টেম্বর বাবুকে হেরোইনসহ গ্রেফতার করে পুলিশ। দীর্ঘদিন হাজতবাসের পর জামিনে বেরিয়ে এসে বাবু আরও বেপরোয়া হয়ে উঠে। অবিলম্বে মাদক ব্যবসায়ি বাবু ও তার ভাই নয়নকে গ্রেফতারের জোর দাবি জানান বক্তারা।
উল্লেখ্য, নওগাঁর মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়নের মীরপুর গ্রামের মৃত কাদের খানের ছেলে বাবু ও নয়ন। এরা এলাকার মাদক ব্যবসায়ি হিসেবে পরিচিত। চতুর বাবু তার মাদক ব্যবসাকে নির্বিগ্ন করতে মান্দা থানার ওসি মোজাফফর হোসেনের বিরুদ্ধে নিজের বক্তব্য দিয়ে তৈরি করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে। এতে পুলিশের উর্ধ্বতনমহলসহ স্থানীয় প্রশাসনে তোলপাড় সৃষ্টি হয়।