চট্টগ্রামে সামাজিক সংগঠন মায়াফুলের ভলান্টিয়ার ওরিয়েন্টেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

চট্টগ্রামে সামাজিক সংগঠন মায়াফুলের ভলান্টিয়ার ওরিয়েন্টেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ৭ মার্চ) নগরীর একটি রেস্তোরাঁয় এ ওরিয়েন্টেশন ও মাহফিল অনুষ্ঠিত হয়।  ঈদ'কে সামনে মাসব্যাপী সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের নতুন জামা বিতরণের কার্যক্রম নিয়ে প্রস্তুতি নিতে এ আয়োজন করে সংগঠনটি।  মায়াফুলের সভাপতি বশির আহমেদ এর সভাপতিত্বে সুজন চৌধুরীর সঞ্চালনায় অরিয়েন্টেশন প্রোগ্রামে প্রায় শতাধিক সেচ্ছাসেবকদের কার্যক্রম নিয়ে দিক নির্দেশনা দেন সংগঠনের সাধারণ সম্পাদক রায়হান মাহমুদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আবু তাহের চৌধুরী, আফরোজা সুলতানা পূর্নিমা,মুনিরা তানসি,বেলাল উদ্দীন, মোহাম্মদ খোরশেদ, আবু নোমান আসিফ, হাবিবুর রহমান, তাজুল ইসলাম, সাজ্জাদ চৌধুরী, মাশফিকা জাহান,ওমর আহমেদ, তন্দ্রা চৌধুরী, আয়েশা সিদ্দিকা, আরমিন, আকাশ দে, জুবায়ের'সহ'সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। উল্লেখ্য, মায়াফুল সুবিধাবঞ্চিতদের নিয়ে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি প্রতিবছর রমজানে মাসব্যাপী হাজারো সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের নতুন জামা উপহার দিয়ে থাকে।