রংপর মিঠাপুকুর উপজেলায় ১৪নং দূর্গাপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজ (১৬ই আগষ্ট) শনিবার উপজেলা জামায়াত কার্যালয়ে দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা-২৫ অনুষ্ঠিত।
আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। কুরআন ও হাদিস সুন্নাহ মোতাবেক জীবন ও রাষ্ট্র পরিচালনা করাই জামায়াতের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্যে। ইসলামের দাওয়াত প্রত্যেক মুসলমানদের কাছে পৌঁছে দিতে বাংলাদেশ জামায়াত ইসলামী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
উক্ত দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক গোলাম রব্বানী, আমির,রংপুর জেলা শাখা বাংলাদেশ জামায়াত ইসলামী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনামুল হক,নায়েবে আমীর,১৪ নং দূর্গাপুর ইউনিয়ন,শাহ্ মোঃহাফিজুর রহমান,সেক্রেটারী ১৪ নং দূর্গাপুর ইউনিয়ন,আনিছুর সহঃসেক্রেটারী ১৪ নং দূর্গাপুর ইউনিয়ন,আকমাল হোসেন,সভাপতি,শ্রমিক কল্যাণ ফেডারেশন ১৪ নং দূর্গাপুর ইউনিয়ন,আহাদ মন্ডল, সেক্রেটারী, ১৪ নং দূর্গাপুর ইউনিয়ন,অধ্যক্ষ একেএম লতিফ,সভাপতি,৭ং ওয়ার্ড,নুরুল হুদা আশরাফী সভাপতি,যুব বিভাগ ১৪ নং দূর্গাপুর ইউনিয়ন,আমিরুল রুবায়েত,সেক্রেটারী, যুব বিভাগ ১৪ নং দূর্গাপুর ইউনিয়ন,সাজেদুর রহমান সবুজ, বায়তুলমাল সম্পাদক,যুব বিভাগ ১৪ নং দূর্গাপুর ইউনিয়ন,মোখলেছুর রহমান,সেক্রেটারী,২নং ওয়ার্ড সহ পেশাজীবি ও ওলামা বিভাগের বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ। সভাপতিত্ব করেন আব্দুস সালাম খন্দকার, আমির,১৪ নং দুর্গাপুর ইউনিয়ন।
বক্তাগণ বলেন, আপনারা দেশেের যে যেখানে থাকুন না কেন আমাদেরকে দ্বীন কায়েমে নিরলস পরিশ্রম করতে হবে। জামায়াত ইসলামীর প্রতি মানুষের ভালোবাসার যে জায়গা তৈরি হয়েছে তা ধারন করতে হবে। কোনভাবে যেন তা নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে বলেও জানান তিনি।
ইসলামী আন্দোলন করার কারণে বিভিন্ন সময়ে ছাত্র সংগঠনের দায়িত্বশীলরা জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। দেশ থেকে স্বৈরাচারের বিদায়ের পর ইনসাফভিত্তিক কল্যাণকর রাষ্ট্র গঠনে আন্দোলনের দায়িত্বশীল ভাইদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার উদ্বাত্ত আহ্বান জানান ।
এসময় নেতৃবৃন্দ আরোও বলেন,আমাদেরকে নৈতিকতার ভিত্তিতে যুগের চাহিদার আলোকে নিজেদের প্রস্তুত করতে হবে। যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধি করে লক্ষ্য বাস্তবায়নে সর্বোচ্চ ভূমিকা পালন করতে হবে।
কাজেই আমরা যদি দ্বীনকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, আমাদেরকে তাকওয়ার মানদণ্ডে নিজেদের উন্নিত করতে হবে। তাকওয়ার ভিত্তিতে নিজেদের গড়ে তুলে জাগতিক শক্তি ও ঈমানি শক্তিতে বলিয়ান হতে হবে। তবেই আমাদের লক্ষ্য অর্জিত হবে।
সর্বশেষ বক্তারা বলেন, নির্বাচনকে সামনে রেখে দাড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাওয়ার জন্য জোর দাবি জানান নেতা কর্মীদের প্রতি।