কোথাও অন্যায় হতে দেখলে তার প্রতিবাদ করা জরুরি। কারণ, অন্যায়ের প্রতিবাদ করার ক্ষমতা থাকা সত্ত্বেও যারা অন্যায় কাজে বাঁধা দেয় না তাদের জন্য পরকালে কঠিন শাস্তি রয়েছে। এবং দুনিয়াতেও আল্লাহর আজাবের মুখোমুখি হবে তারা।
রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৫ নং বড় হযরতপুর ইউনিয়নে বিভিন্ন ধরনের অন্যায় মূলক কাজ হচ্ছে।প্রকাশ্যে গোপনে বিভিন্ন ধরনের পন্থায় এই অপরাধমূলক কাজগুলো হয়ে যাচ্ছে।অত্র এলাকার লোক অতিষ্ট হয়ে উঠেছিল। এরই প্রেক্ষিতে গতকাল ৯/৫/২০২৫ ইং তারিখে রাত ১১ টার দিকে অত্র এলাকার গণ্যমান্য,সুশীলসমাজ,সমাজসেবক,চাকুরিজীবী,যুব সমাজ, কৃষক,শ্রমিক সহ বিভিন্ন পেশাজীবীর মানুষের সমন্বয়ে প্রতিরোধ কমিটি গঠন করে। যেখানে অন্যায় দেখবে সেখানেই প্রতিরোধ ঘরে তুলবে।সময় উপস্থিত ছিলেন অত্র বিশিষ্ট সমাজসেবক,শিল্পানুরাগী ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব ফজলুল হক,চাকুরিজীবি ঈসা মিয়া,সমাজসেবক মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মারুফ সহ এলাকার বিভিন্ন পেশাজীবীর সাধারণ জনগণ।অন্য ধর্মাবলম্বীরাও উপস্থিত ছিলেন। এই কমিটি ১২৩ জন সদস্য বিশিষ্ট। এলাকার জনগণ এই প্রতিরোধ কমিটি হওয়ায় অভিনন্দন জানিয়েছেন।উপস্থিত বক্তারা মনে করেন প্রত্যেকটা উপজেলায়, ইউনিয়ন,গ্রামে প্রতিরোধ কমিটি গঠন করলে দেশ ও জাতির মঙ্গল বয়ে আসবে। এই প্রতিরোধ কমিটি সমস্ত অন্যায় মূলক কাজ কঠোর হস্তে দমন করবে বলে আশা করেন।