রংপুর মিঠাপুকুর উপজেলার ১৬ নং মির্জাপুর ইউনিয়ন পরিষদ কর্তৃক আজ (২০ আগষ্ট) বিভিন্ন স্কুলে ফুটবল অন্যান্য খেলার সামগ্রী বিতরণ করছেন নিজস্ব অর্থায়নে ইউনিয়ন পরিষদ।
এ সময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম,আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্যগণ এবং বিভিন্ন স্কুলের স্কুল প্রধানগণ, ও শিক্ষার্থীবৃন্দ ।
চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন ,খেলাধুলা শরীর ও মনকে ভালো রাখতে সাহায্য করে এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে সাহায্য করবে এবং তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটাবে বলে আশা করা যায়।শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেন এবং তাদের খেলাধুলায় আরও বেশি মনোযোগ দেওয়ার জন্য উৎসাহিত করেন।
তিনি আরও বলেন,শিক্ষার্থীরা যেন মাদকদ্রব্য থেকে দূরে থাকে পড়ালেখায় মনোনিবেশ করে দেশ এবং জাতিকে উন্নতির শিকড়ে নিয়ে যেতে পারে। শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি ফুটবল খেলে যাতে জাতীয় ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে সেই জন্য এই ফুটবল বিতরণ করার আয়োজন করা হয়েছে।