গতকাল ২১ জুলাই ২০২৫ (সোমবার) কুষ্টিয়া জেলার মিরপুর পৌরসভার উদ্যোগে বিকেল ০৪ টার সময় মিরপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের মডেল মসজিদ প্রাঙ্গণে, নাগরিক সেবা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
পৌরসভার নাগরিক সেবা কমিটির সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান, উপসহকারী প্রকৌশলী মোঃ আনারুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মারফত আফ্রিদি, ৭নং ওয়ার্ডের নাগরিক কমিটির সদস্যসহ সর্বস্তরের জনগণ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ জনগণের সুবিধা ও অসুবিধার কথা শোনেন এবং সকলকে পৌর কর পরিশোধ করার জন্য উদ্বুদ্ধ করেন। সভা শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দসহ কমিটির সকল সদস্যবৃন্দ ০৭নং ওয়ার্ডের বিশেষ বিশেষ রাস্তা পরিদর্শন করেন।