পিরোজপুরের ভান্ডারিয়ায় পোনা সেতুর উপর নির্মিত স্টিল ব্রিজটির পুনঃ সংস্কার কাজ প্রায় সমাপ্তির পথে, আগামী সপ্তাহের দিকে সেতুটি যানবাহন চলাচলের উপযোগী হতে পারে বলে জানালেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক পৌর প্রশাসক মোঃ ফাইজুর রশিদ খসরু ৷ তিনি বলেন, ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলামের উদ্যগে ঝুকিপূর্ন স্টিল ব্রিজটির পুনরায় সংস্কার কাজ চলমান আছে এবং সংস্কার কাজ এখন প্রায় শেষের পথে ৷গত ২৫ মে বিকালে ব্রিজটির দুই পার্শে দেয়া বাশের বাধ অতিক্রম করে বাই সাইকেল সহ ব্যাপক পথচারীকে ব্রিজ পারাপার করতে দেখা যায় ৷

স্টিল ব্রিজের উত্তর পার্শে থাকা গার্ডার ব্রিজটি ব্যাবহারে অনইচ্ছার কথা জানান পথচারীরা, অজুহাত হিসেবে গার্ডার ব্রিজটির উচ্চতাকে দায়ী করে৷ আসছেন তারা৷ মিরাজুল ইসলামের তরিৎ গতিতে ব্রিজটির মেরামত করায় অত্যান্ত আনন্দিত ভান্ডারিয়া পৌরবাসী, ভান্ডারিয়া পৌরবাসীর পক্ষ থেকে মিরাজুল ইসলামকে আন্তরিক ধন্যবাদ জানালেন সাবেক পৌর প্রশাসক ও পৌর মেয়র পদপ্রার্থী ফাইজুর রশিদ খসরু৷ উল্লেখ্য গত ২৬ এপ্রিল বুধবার সন্ধা ৭:১৫ টার সময় মায়ের সাথে ঘুরতে আসা সিনথিয়া নামের সারে ৪ বছর বয়সী একটি কন্যা শিশু ব্রিজটির ভাংগা অংশ থেকে নদিতে পড়ে মৃত্ত্যুবরণ করে, ২৮ এপ্রিল সকাল ৮ টার দিকে ব্রিজের কিছু দূরে সিনথিয়ার মৃতদেহ নদিতে ভেসে ওঠে, ঐ ঘটনার পর থেকে অচল হয়ে পড়েছিল সেতুটি৷ এমন ঘটনা শোনামাত্র ব্রিজটি দ্রুত মেরামতের শিদ্ধান্ত নেন মিরাজুল ইসলাম৷