পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর স্টক হোল্ডারদের নিয়ে এক কর্মশালা মঙ্গলবার( ১১ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম এর সভাপতিত্বে এসডিএফ এর জেলা ব্যবস্থাপক মোহাম্মদ আলী এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিএফ এর বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক মৃত্যুঞ্জয় সাহা। আরো উপস্থিত ছিলেন বরিশাল অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক (এম ই এল এবং এমইএস এসডিএফ) মেহেদী হাসান, উপজেলা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ অনেকে।

এ সময় প্রধান অতিথি এসডিএফ এর মিশন ও ভিশন তুলে ধরেন এবং আরইএলআই প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বলেন যে গ্রামীণ দরিদ্র ও অতি দরিদ্র জনগোষ্ঠীকে সামনের দিকে এগিয়ে নিতে আমরা কাজ করছি। তিনি আরো বলেন উদ্যোক্তাদের সকল সুবিধা দিয়ে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান। এসডিএফ এর  চলমান বিভিন্ন প্রকল্প, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, জীবিকায়ন কর্মসূচী এবং নারীর ক্ষমতায়ন বিষয়ক কার্যক্রমের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।