কটিয়াদী উপজেলার মহান মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক, প্রবীণ রাজনীতিবিদ এবং মুমুরদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম মাস্টার এর প্রথম মৃত্যুবার্ষিকী রবিবার (২২ জুন)

কটিয়াদী উপজেলার মহান মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক, প্রবীণ রাজনীতিবিদ এবং মুমুরদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান  মোঃ সাইফুল ইসলাম মাস্টার এর প্রথম  মৃত্যুবার্ষিকী রবিবার (২২ জুন)। এ উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে বাড়িতে কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার মুমুরদিয়ার  নিজ এলাকায় মিলাদ ও দোয়ার পাশাপাশি  এতিমখানায় খাবার বিতরণ করা হয়েছে। 

মরহুম সাইফুল ইসলাম মাস্টার  গত বছরের ২২ জুন নিজ বাড়িতে সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
১৯৪১ সালের ১ লা ডিসেম্বরে কটিয়াদী উপজেলার বেথইর গ্রামের   মাস্টারবাড়ি পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম  ছিল রইছ উদ্দিন মাস্টার। 
যার নামে একটি প্রতিষ্ঠান রয়েছে  রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়। 

বর্ণাঢ্য জীবনে তিনি কটিয়াদী উপজেলা  মুক্তিবাহীনি কমিটির সাধারন সম্পাদক,  কটিয়াদী উপজেলা   রিলিফ কমিটির  চেয়ারম্যান,  কটিয়াদী উপজেলা  প্রাথমিক শিক্ষক কমিটির সভাপতি,কটিয়াদী সমবায় সমিতির সভাপতি,চাতল বাগহাটা উচ্চ  বিদ্যালয়ের  শিক্ষকতা করেছেন। এছাড়া তিনি উপজেলার  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির 
দায়িত্ব পালন করেছেন। তাছাড়া  তিনি জীবনদ্দশ্যায় বিভিন্ন সামাজিক মূলক কর্মকান্ডে  ওতোপ্রথোভাবে  জড়িত ছিলেন।

উনার একমাত্র ছেলে কটিয়াদী পৌর মহিলা কলেজের প্রভাষক তরিকুল ইসলাম টিটু 
সকলের কাছে তার পিতার রূহের মাগফেরাত কামনা করেন।