মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর  উপজেলার শ্রীনগর ইউনিয়নের গৃহবধূ ছেলে মেয়ে সহ নিখোঁজ হয়েছে। গৃহবধুর নাম রোকসানা আক্তার লিপি। তিনি গত ২ মার্চ রবিবার ডাচ বাংলা ব্যাংক থেকে ১০ লক্ষ টাকার লোন উত্তোলন করে। আনুমানিক দুপুর ১২ টার দিকে তিনি এই টাকা উত্তোলন করে তার মেয়ে আসফিয়া ও ছেলে জিহাদকে নিয়ে বাবার বাড়ি ভাগ্যকুল ইউনিয়নে মাঠপাড়া যাওয়ার কথা ছিল। কিন্তু দুপুর ২ টা ৩০ মিনিট থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। এবং সে বাবার বাড়িও যায়নি দেখে তার সাথে যোগাযোগের জন্য তার আত্মীয়-স্বজন চেষ্টা  চালাতে থাকে।কোনভাবেই তার খোঁজ না পাওয়ায় বিষয়টি আত্মীয়-স্বজন একত্রিত হয়ে আলোচনা করে শ্রীনগর থানায় একটি অভিযোগ দাখিল করেন। নিখোঁজ গৃহবধূর ভাই শাওন কাজী বাদী হয়ে তার বোন ও বোনের ছেলেমেয়েকে খোঁজ করার জন্য এই অভিযোগ দায়ের করেন। তিনি সকলের কাছে তাদের সন্ধান চান যদি কোন ব্যক্তি এদের সন্ধান পান তবে নিম্নে উল্লেখিত মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল (০১ ৩০১৩০৭৫৮৯)।বিষয়টি নিয়ে শ্রীনগর থানার ওসি শাকিল আহমেদের সাথে কথা বললে তিনি বলেন যে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। গৃহবধূর দুইটি কন্যা ও একজন পুত্র সন্তান রয়েছে। তিনি সাইপ্রাস প্রবাসী মোঃ ইদ্রিস আলীর স্ত্রী।