মেঘনা নদীর ভাঙন থেকে বসতভিটা ও ফসলি জমি রক্ষায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার নয়ানগর, চর রমজানবেগ, ষোলআনী ও চর কালিপুরা মৌজায় বালুমহাল ইজারা না দেওয়ার দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী। রোববার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হাতে এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে- গজারিয়া উপজেলার নয়ানগর, চর রমজানবেগ, ষোলআনী ও চর কালিপুরা মৌজার বালুমহালটি দীর্ঘ বছর যাবৎ ইজারা হচ্ছে। এই মহালে বালু উত্তোলন করতে গিয়ে রাতের আঁধারে শত শত বিঘা ফসলী জমি কেটে ফেলেছে। যার ফলে হাজার হাজার জনগণ এবং কৃষক কৃষি জমি হারিয়ে নিঃস্ব এবং অসহায় হয়ে পড়েছেন।
নতুন করে ইজারা দিলে নয়ানগর, চর রমজানবেগ, ষোলআনী ও চরকালিপুরা মৌজায় শত শত বিঘা ফসলী জমি ও বাড়ি ঘর নদী গর্ভে বিলীন হয়ে যাবে আবারও। তাদের ফসলী জমি ও বাড়িঘর রক্ষার্থে বালুমহালটি ইজারা স্থগিত করে স্থায়ী ভাবে বন্ধের জন্য জেলা প্রসাশকের হস্তক্ষেপ কামনা করেন স্হানীয় এলাকাবাসী।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল আলম জানান, রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে ইমামপুর ইউনিয়নের ষোলআনী ও কালীপুরা গ্রামসহ আরো কয়েকটি গ্রামের কিছু জনসাধারণ আমাদের কাছে এসেছে। তারা দাবী করেছে, যেখানে ইজারা দেওয়া হবে সেখানে বালু নেই! আমরা সরেজমিনে গিয়ে দেখবো। পাশাপাশি স্মারকলিপিটি জেলা প্রশাসক স্যারের বরাবর ফরওয়ার্ড করে দেবো।