চর রাজিবপুর উপজেলার প্রাণকেন্দ্র কলেজ রোডে অবস্থিত স্বনামধন্য প্রতিষ্ঠান মেধা বিকাশ প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরিক্ষা ২০২৪ ফলাফল প্রকাশ ও প্রাইভেট স্কুল ফাউন্ডেশন(পিএসএফ)কর্তৃক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।প্রতিষ্ঠানের পরিচালক অধ্যক্ষ মাহবুবুর রশিদ মন্ডলের সভাপতিত্বে ও মাহে আলম এর সঞ্চালনায় সকাল ১১.০০ ঘটিকার সময় স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেধা বিকাশ প্রি-ক্যাডেট স্কুলে সুদক্ষ পরিচালক মন্ডলীর তত্ত্বাবধানে মোট ১৩ জন অভিজ্ঞ শিক্ষক ও প্রায় ২ শত জন ছাত্র/ছাত্রী রয়েছে। প্রাইভেট স্কুল ফাউন্ডেশন পিএসএফ কর্তৃক পরিচালিত বৃত্তি পরীক্ষায় চর রাজিবপুর উপজেলায় মোট শিক্ষার্থীদের মধ্যে ১৫ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত হয়।তার মধ্যে ৭ জনই মেধা বিকাশ প্রি-ক্যাডেট স্কুল থেকে বৃত্তি পেয়েছেন। মেধা বিকাশ প্রি-ক্যাডেট স্কুলে মোট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১৫ জন।বৃত্তি প্রাপ্ত ও বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের ক্রেস্ট,মিডেল দিয়ে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার ফরহাদ হোসেন,প্রতিষ্ঠানের পরিচালকমন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।