বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উদযাপনে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উদযাপনের শুরুতে সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সমবায় কর্মকর্তা এবিএম মোরশেক, পল্লী বিদ্যুতের এজিএম মাহফুজুর রহমান, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোঃ সাজেদুর রহমান, প্রেসক্লাব মোল্লাহাটের সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুক, ইউপি সদস্য শেখ শহিদুল ইসলাম, আয়ুব আলী মীর, বাদল, সাংবাদিক কে, এম মাহামুদুল হক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ অনেকে। সার্বিক অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।