তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোল্লাহাটে ২ মার্চ ২০২৫ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে দিবসটি পালনে রোববার সকাল ১১টায় এক র্যালি বিভিন্ন সড়ক ঘুরে শুরুর স্থল উপজেলা পরিষদ চত্বরে ফিরে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, পরিসংখ্যান কর্মকর্তা মোঃ হায়দার আলী, খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলাম, সহকারী নির্বাচন কর্মকর্তা রোমান হুসাইন, সমবায় কর্মকর্তা এবিএম মোরশেক, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা ও আব্দুল্লাহ ফারুক, ওসিএলএসডি মোঃ শামীম আহমেদ সহ অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ইসহাক আলী।