বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে শেখ মুজিবুর রহমান মিলু মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে শেখ মুজিবুর রহমান মিলু মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫। শুক্রবার উপজেলার ঐতিহ্যবাহী খলিলুর রহমান ডিগ্রি কলেজ মাঠে দিনব্যাপী এ টুর্নামেন্টে হাজারো দর্শকের সমাগম ঘটে।

সকাল ১১টায় উদ্বোধনী খেলায় তেরখাদা ফুটবল একাদশকে ৪-০ গোলে পরাজিত করে রূপসা নৈহাটি ফুটবল একাদশ। বিকাল ৩টায় অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচের খেলায় ১-০ গোলে খুলনা টাউন ক্লাব একাদশকে হারায় বাগেরহাট শিকদার সিডস একাদশ।

বিকেল ৫টায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৩-১ গোলের ব্যবধানে বাগেরহাট শিকদার সিডস একাদশকে হারিয়ে চ্যাম্পিয়নের পুরস্কার ঘরে তোলে রূপসা নৈহাটি ফুটবল একাদশ।

টুর্নামেন্টের প্রধান অতিথি ছিলেন, মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ও মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেআর কলেজের সভাপতি এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ ইকবাল হোসেন,  অধ্যাপক মনিরুজ্জামান শাহীন, শেখ আব্দুল্লাহ, শেখ আল আমিন, শেখ আল হাফিজ, শেখ সোহেল, শেখ সানি, শেখ আফনান, বিএনপি নেতা আমিনুল ইসলাম মিয়া, শেখ শহীদ প্রমুখ।

সারাদিনের খেলায় মাঠ ছিল উপচে পড়া দর্শকে পূর্ণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাহেদ আলী। খেলাধুলার এমন প্রাণবন্ত আয়োজন উপভোগ করতে এসে দর্শকরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।