মোড়েলগঞ্জ উপজেলার ১৩ নং নিশানাবাড়ীয়া
ইউনিয়নের ২ নং ওয়ার্ডের এন জি ও কর্মী বিউটি রানী হালদার ও তার মেয়েকে ২৪ মার্চ দিন গত রাত ২ :০০ টার দিকে একদল ডাকাত ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে এবং সোনার গহনাসহ টাকা লুট করে নিয়ে যায়। ২৫ মার্চ ২০২৫ ( মঙ্গলবার) নিশানবাড়ীয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাদশারহাট বাজারে এলাকার সচেতন নাগরিক ও ভুক্তভোগী ধর্ষক ডাকাতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করে। ভুক্তভোগী বিউটি রানী হালদার বলেন,
ধর্ষণ ও লুটের মূল পরিকল্পনাকারী হল মনির বাহিনী তার সাথে জাফর,শামীম,শহিদুল, হেলাল,সোহেলসহ আরো ছিল। তারা আমাকে ও মেয়েকে ধর্ষণের চেষ্টা করে সোনার গহনা, টাকা নিয়া যায় এবং হুমকি দেয়।আমি এর সঠিক বিচার চাই।মোঃ মামুন মুন্সি বলেন, আমি এ ভুক্তভোগীর পাশে দাড়িয়েছি তাই আমাকেও হুমকি দিচ্ছে। আমারা এলাকাবাসী এর সর্বোচ্চ শাস্তি চাই।