পারভেজ হাসান, স্টাফ রিপোর্টার মৌলভীবাজার
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই“ সকল বৈষম্যের হোক অবসান, গড়বো শান্তি-সম্প্রীতির ঐকতান গণতন্ত্র ও সুশাসন চর্চায় তারুণ্য এই প্রতিপাদ্য নিয়ে আস্থা যুব উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (০৮ ফেব্রুয়ারি) সাইফুর রহমান অডিটরিয়ামে আস্থা যুব ফোরাম ও জেলা নাগরিক প্লাটফর্মের আয়োজনে, রূপান্তরের ব্যবস্থাপনায় এবং জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আস্থা যুব উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
উৎসবে মৌলভীবাজার জেলার সাত উপজেলা থেকে প্রায় তিনশ এর অধিক যুব ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন। সকালে বেলুন উড়িয়ে ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।
পরে যুব ফোরামের সদস্যদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন তিনি। এ সময় শান্তি ও সম্প্রীতি রক্ষায় শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাইফুর রহমান অডিটরিয়ামে এসে শেষ হয়।পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানাজার মো: মেহেদি হাসান ও এহসানা চৌধুরী চায়নার যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।
এ সময় তিনি বলেন, তারুণ্য হলো সমাজের প্রাণশক্তি। আজকের তরুণ সমাজ ভবিষ্যতের নীতিনির্ধারক। যোগ্য নেতৃত্ব ও কঠোর পরিশ্রমের মাধ্যমে একটি সুখী-সমৃদ্ধ সমাজ গড়তে এবং দেশের অগ্রগতির ধারা অব্যাহত রাখতে পরিশ্রম, কর্তব্যনিষ্ঠ, সাহসিকতা ও সততার সঙ্গে তরুণ সমাজকে সকল কাজে এগিয়ে আসতে হবে। তরুণরা এগিয়ে আসলেই সমাজ এগিয়ে যাবে, এগিয়ে যাবে দেশ। তাছাড়াও তরুনদের মধ্যে থাকতে হবে দেশপ্রেম ।
স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক ইকবাল নাছির, অবসরপ্রাপ্ত জেলা শিশু বিষযক কর্মকর্তা ও উদযাপন কমিটির সভাপতি জসীম উদ্দিন মাসুদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আকমল হোসেন নিপু, ইত্তেফাকের মৌলভীবাজার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, যুব ফোরামের সদস্য দীপলু পাল দ্বীপ প্রমূখ।
অনুষ্ঠানে শপথ পাঠ করান যুব ফোরামের সদস্য শেখ রুনা।
দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিলো আলোচনা সভা, স্টল প্রদর্শনী, আলোকচিত্র প্রদর্শণী, যুবদের উপস্থাপনা, মনিপুরি নৃত্য, পটগান প্রদর্শনী, গান, স্থানীয় লোকশিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণ।